বরিশালে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ

প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ১৮:০৫

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

ব‌রিশালে ৫০ বস্তা নকল ডিটার‌জেন্ট জব্দ ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

সোমবার দুপু‌রে নগরীর ক‌বি জীবনানন্দ দাশ সড়‌কে এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এসময় এক মি‌নি ট্রাক ভ‌র্তি ৫০ বস্তা নকল রিন পাওয়ার হোয়াইট ডিটার‌জেন্ট পাউডার জব্দ করা হয়।

এই পণ্য ঢাকার নবাবগঞ্জের নাম সর্বস্ব কারখানা থেকে বরিশালে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসে এক হকার ব্যবসায়ী। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয় ওই ব‌্যবসায়ী‌কে।

ওই ব‌্যবসায়ী জানান, তি‌নি জা‌নেন না এই পণ্যগু‌লো নকল কিনা। আর ভোক্তা অ‌ধিদপ্তর বল‌ছে, রিম কোম্পানীর নকল ডিটার‌জেন্ট এগু‌লো‌। নকল ডিটারজেন্ট ব্যবসার সাথে জড়িত মো. পলাশ, নজরুল গাজি ও মিলনকে জরিমানা করে ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন অপূর্ব অ‌ধিকারী, উপ প‌রিচালক, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, ব‌রিশাল।

তাদের এই অভিযানে সহযোগিতা করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সেপেক্টর আরাফাত হাসানসহ পু্লিশের একটি দল।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএ)