রাজধানী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ১৯:২৪

রাজধানীর কদমতলী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন দিলু ও তার সহযোগী বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময়ে তাদের কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা দামের ৯০০ পিস ইয়াবা এবং চারটি মুঠোফোন উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার র্যাব-১০ এর একটি দল কদমতলী থানার নামাশ্যামপুর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু ও তার মাদক কারবারির অপর সহযোগী মো. বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা দামের ৯০০ পিস ইয়াবা এবং চারটি মুঠোফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দিলু ও বাবু পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দিলুকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে আর গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে একটি মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এএ/এসএম)