কাটাবনে বহুতল ভবনে আগুন
প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ২০:২৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৩, ২২:৪৩

রাজধানীর কাটাবনের বাটা সিগন্যালেন একটি নয় তলা ভবনের পাঁচ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এ আগুন লাগে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে কোনো হতাহতের তথ্য মেলেনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান ঢাকাটাইমসকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাটাবনের বাটা সিগন্যালের একটি নয় তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগার খবর পাই। পরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় আগুন নেভাতে। পরে আরও ৭টি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে আজ সোমবার গভীর রাতে ওয়ারীর কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে (হানিফ ফ্লাইওভারের নিচে) সুইপার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০টি টিনশেড ঘর পুড়ে যায়। এতে নারীসহ দগ্ধ হয়েছেন সাতজন। যারা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
ওয়ারীর আগুনের তিন ঘণ্টা পরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এতে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। নয় ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এএ/এসএম)