ময়মনসিংহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ১৮:৫৪

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

 ময়মনসিংহের গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মো. এরশাদ মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের হাসপানপুর গ্রামের উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারি এরশাদ মিয়া স্থানীয় হাসানপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে র্দীঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। নেত্রকোনা থানায় একটি মাদক মামলার আসামি তিনি।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন খবরে গ্রেপ্তারকৃত মাদক কারবারি এরশাদ মিয়ার বসত ঘরের পেছন থেকে সাতটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে মোড়ানো অবস্থায় ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে।  
 
অভিযানে আরও উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এস.আই) শাহ জালাল, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, শাহীনুল বারী, কনস্টেবল মোজাম্মেলহ হক ও ছামিউল হক।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এআর/এসএ)