স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিলান শাখার আলোচনা সভা
প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ১৯:৪৫

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালী উত্তর মিলান শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবকদলের ইতালী উত্তরের আহ্বায়ক আজমতউল্লাহ সিকদার রবিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর হোসাইন জমিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান শাখার সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির।
এসময় উপস্থিত ছিলেন- মিলান বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন বিপ্লব , সাবেক উপদেষ্টা মোহাম্মদ আশরাফ আলম, এজিএম জয়নাল, স্বেচ্ছাসেবক দল ইতালী উত্তরের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক সেলিম আহম্মেদ, যুগ্ম আহ্ববায়ক জুয়েল পাশাসহ প্রমুখ।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এসএ)