উত্তরায় দুই মাদক চোরাকারবারি আটক

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ২১:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর উত্তরা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১। আটককৃতরা হলেন- মো. সুজন মিয়া ও আরিয়ান ওরফে হৃদয়। এ সময়ে তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫ টি লেহেঙ্গা, ৪১ টি থ্রিপিচ, ৩৭ টি শাড়ি, সাতটি গেঞ্জি, পাঁচটি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরণের ইমিটেশন, একটি কাভার্ড ভ্যান, একটি মুঠোফোন এবং নগদ ১৯০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার র‌্যাব-১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে র‌্যাব-১ এর একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার কসাইবাড়ী রেলগেইটের সামনে একটি অভিযান চালায়। অভিযানে মো. সুজন মিয়া ও আরিয়ান ওরফে হৃদয় নামের দুই মাদক চোরাকারবারিদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫ টি লেহেঙ্গা, ৪১ টি থ্রিপিচ, ৩৭ টি শাড়ি, সাতটি গেঞ্জি, পাঁচটি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরণের ইমিটেশন, একটি কাভার্ড ভ্যান, একটি মুঠোফোন এবং নগদ ১৯০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।

আটক মো. সুজন মিয়া নরসিংদী জেলার মৃত আব্দুর রশিদের ছেলে আর আরিয়ান ওরফে হৃদয় কুমিল্লা জেলার মো. আবু তাহেরের ছেলে।

ঢাকাটাইমস/২৮মার্চ/এএ