প্রিমিয়ার ব্যাংকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শন

প্রকাশ | ২৯ মার্চ ২০২৩, ১৫:১৬

ঢাকাটাইমস ডেস্ক

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারের লার্নিং এন্ড ট্রেনিং সেন্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ।

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি এবং সিআরএম প্রধান  এ.ওয়াই.এম নাইমুল ইসলাম; এসইভিপি এবং সিসিও  আনিসুল কবির; এসইভিপি ও চীফ রিস্ক অফিসার খন্দকার রহিমুজ্জামান, সিএমএ;  এসইভিপি এবং রিটেইল, এসএমই ও কৃষি ঋণ ব্যাংকিং বিভাগ প্রধান  মোহাম্মদ শামীম মোর্শেদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স প্রধান মো. তারেক উদ্দিন;  ইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান  শিবলী সাদেক; এফভিপি ও লার্নিং এন্ড ট্রেনিং সেন্টার প্রধান সাদিয়া মবিন হান্নান, চলচ্চিত্রটির প্রযোজক  লিটন হায়দারসহ ব্যাংকের প্রধান শাখার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

(ঢাকাটাইমস/২৯মার্চ/এআর)