আগুনের ঝুঁকিতে ঢাকা মেডিকেল

প্রকাশ | ২৯ মার্চ ২০২৩, ২৩:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে আগুনের ঝুঁকি দেখতে পেয়েছে ফায়ার সার্ভিস ও গোয়েন্দাদের একটি দল। বুধবার ফায়ার সার্ভিস ও একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানায়।

হাসপাতাল সূত্র জানায়, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে।

এ ব্যাপারে ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক ঢাকা টাইমসকে বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে গোয়েন্দা সদস্যরা ছিলেন। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’

পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম- সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নেই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশনগুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে, তার মধ্যে বেশিরভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আগুনের ঝুঁকিতে আছে বলে মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় ডা. ক্যান্টিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্নাঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। তাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমাদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’

ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’

এদিকে, গত ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লাগার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামে এক রোগী মারা গেছেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়।

অগ্নিনির্বাপনকারী ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম তাৎক্ষণিক বলেন, ‘প্রাথমিকভাবে দেখা গেছে, ডায়ালাইসিস সেন্টারের বাইরের অংশে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া তৈরি হয়।’

ঘটনার পরপর ডায়ালাইসিসের রোগী শামসুন নাহারের (৫২) নাতনি আঁখি নুর বলেন, ‘কক্ষের বাইরে থেকে ধোঁয়া দেখে আতঙ্কে আমরা নানিকে নিয়ে কক্ষের বাইরে চলে যাই।’ আরেকজন রোগীর আত্মীয় মাসুদ রানা বলেন, ‘ধোঁয়ায় রোগীর স্বজনেরা ভয়ে ছোটাছুটি করছিলেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভালে সবকিছু স্বাভাবিক হয়।’

(ঢাকাটাইমস/২৯মার্চ/আরআর/আরকেএইচ)