নানা গুণে ভরা কাঁচকলা কিন্তু সবার জন্য ভালো নয়, যারা…

বাংলাদেশের একটি সুপরিচিত ফল কাঁচকলা, যেটি সবজি হিসেবে খাওয়া হয়। বিশেষ করে, ইলিশ মাছের সঙ্গে কাঁচকলার ঝোল যেন অমৃত। এছাড়া কাঁচকলা ভর্তাও খুব সুস্বাদু।
তবে শুধু স্বাদ নয়, কাঁচকলা নানা গুণে সমৃদ্ধ একটি সবজি। এটি আয়রনে ঠাসা। সে কারণে রক্তাল্পতা কমাতে অনেকেই কাঁচকলা খেতে বলেন। এছাড়া এতে রয়েছে আরও অনেক পুষ্টিকর উপাদান।
কাঁচকলায় রয়েছে অনেকটা ক্যালসিয়াম। তাই এই সবজি খেলে হাড় মজবুত হয় বলেও মনে করা হয়। সে কারণে শিশুদের কাঁচকলা খেতে বলা হয়।
কাঁচকলার বেশ কিছু উপাদান পেটের জন্যও ভালো। পেটের গণ্ডগোল কমাতে, পরিপাক তন্ত্র সুস্থ রাখতে কাঁচকলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি নিয়মিত খেলে হজমশক্তিও বাড়ে। পাশাপাশি কাঁচকালার বেশ কিছু উপাদান চোখের জন্যও ভালো।
তাই চোখের নানা সমস্যা ঠেকাতে নিয়মিত কাঁচকলা খাওয়ার পরমর্শ দেওয়া হয়। তবে নানা গুণের এবং স্বাদের এই কাঁচকলাই কিন্তু সবার জন্য ভালো নয়। কিন্তু কারা এটি খেতে পারবেন না?
বিশেষজ্ঞরা বলছেন, কাঁচকলা বেশি খেলে রক্তে শর্করার মাত্রা হ্রাস পেতে পারে। ফলে এনার্জির পরিমাণ কমে যেতে পারে। যারা ডায়াবেটিসের ওষুধ খান, তাদের কাঁচকলা এড়িয়ে চলা ভালো। না হলে রক্তে সুগারের মাত্রা অনেকটা কমে যেতে পারে।
কাঁচকলা অনেক সময়ে অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি এটি শ্বাসের সমস্যাও ডেকে আনতে পারে। এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
(ঢাকাটাইমস/৩০মার্চ/এজে)
সংবাদটি শেয়ার করুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
স্বাস্থ্য এর সর্বশেষ

২৪ ঘণ্টায় দেশে ৬৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৪১ জন

মুখের ক্রিম: ভারত-পাকিস্তান-চায়নার ১৯টি ব্রান্ড নিয়ে সতর্কতা বিএসটিআইর

যৌবন ধরে রাখতে দুধ-রসুনের ম্যাজিক

৬৬ দিন পর করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৮৯ জনের

দেশে জায়েসের যুগান্তকারী মেডিকেল ডিভাইস, উদ্ভাবনী চিকিৎসায় যুক্ত হবে নতুন মাত্রা

ফলের সঙ্গে লবণ খান নিয়মিত? কী ভয়ানক সব ক্ষতি হয় জানুন

লবণ খেলেই জব্দ থাকবে ডায়াবেটিস! এ কী বলছেন বিশেষজ্ঞরা?

রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যেসব ফল খেলে
