ঢাবির এ এফ আর হল ইসলামিক স্টাডিজ কনসোর্টিয়ামের নেতৃত্বে নিয়ামত-রবিউল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের সংগঠন ‘স্যার এ এফ রহমান হল ইসলামিক স্টাডিজ কনসোর্টিয়ামের’ নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ নিয়ামত উল্লাহ ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ রবিউল হোসেন।
২৯ মার্চ ২০২৩ সাবেক কমিটির সভাপতি মাহফুজ আরাফাত ও সাধারণ সম্পাদক আল আমিন মোড়লের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী এক বছেরর জন্য ইসলামিক স্টাডিজ কনসোর্টিয়াম, স্যার এ এফ রহমান হল, ঢাবির নব কমিটি ঘোষণা করা হয়।
ইসলামিক স্টাডিজ কনসোর্টিয়াম,স্যার এ এফ রহমান হলের পূর্ণাঙ্গ কমিটিতে ১নং সহ-সভাপতি হিসেবে যোবায়ের আহমেদ এবং ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আজিজুল হককে মনোনিত করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত দুজনেই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী। নিয়ামত সিরাজগঞ্জের সদর উপজেলার ও মুহাম্মাদ রবিউল হোসেন চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান।
সভাপতি মোঃ নিয়ামত উল্লাহ বলেন, ‘আগামীদিনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সংগঠনকে গতিশীল করতে আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের সহোযোগিতা আমাদের পথ চলার পাথেয় হবে।’
সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবিউল হোসেন বলেন, ‘এই সংগঠন একটি পরিবার। পরিবার যেভাবে সদা এক অপরের পাশে থাকে সেভাবে আমরা সবাই সুখে দুখে একে অপরের পাশে থাকতে চাই। এই সংগঠনের মাধ্যমে আশা করি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো মজবুত হবে সেই প্রত্যাশায় করি৷’
(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএটি)

মন্তব্য করুন