চাচির সাথে পরকীয়ার জেরে ভাতিজা খুন

প্রকাশ | ৩০ মার্চ ২০২৩, ২০:৪৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

আপন চাচির সাথে পরকীয়ার জেরে খুন হতে হয়েছেন ভাতিজা রাজু মিয়া (২২)। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা গ্রামে এই খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের দুই চাচাকে আটক করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

রাজু মিয়া সদর উপজেলার আপার কারবালা ইউনিয়নের হাদিস মিয়ার ছেলে।

এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহতের চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলমের স্ত্রীর সাথে পরকীয়া চলছিল ভাতিজা রাজুর। পরকীয়ার বিষয়টি জেনে যান চাচা। বুধবার দুপুরে শহর থেকে বাড়ি যাওয়ার পথে দুই চাচা মিলে রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন।এতে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। এ সময় স্থানীয়রা থাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, চাচির সাথে পরকীয়ার জেরে রাজুকে মারা হয়েছে। এই ঘটনার রাজুর চাচা শাহ আলম ও জাকির হোসেনকে আটক করা হয়েছেন। এখন মামলা প্রক্রিয়াধীন আছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)