র‌্যাব নিয়ে বিদেশি গণমাধ্যমের চাওয়া ৩১ প্রশ্ন বিভ্রান্তিকর, উত্তর দেয়নি মন্ত্রণালয়

প্রকাশ | ৩০ মার্চ ২০২৩, ২১:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচ ভেল-এর চাওয়া ৩১টি প্রশ্ন বিভ্রান্তিকর বলে মনে করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

তাতে বলা হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরাবর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সম্পর্কিত ৩১ টি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি পাঠায় DW (Deutsche Welle, ডয়েচ ভেল)। ২৬ মার্চ পাঠানো প্রশ্নগুলো বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতীয়মাণ হয় যে, অধিকাংশ প্রশ্ন অসত্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিতর্কিত প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগ থেকে DW (ডয়েচ ভেল) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।

 

তবে চিঠিতে কী ধরনের প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে কিছু প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএস/কেএম)