ঢাকার রাস্তায় পত্রিকা বিক্রি করছেন অভিনেত্রী সাফা কবির

প্রকাশ | ৩১ মার্চ ২০২৩, ১২:২১

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

‘গরম খবর তাজা খবর মাত্র ১০ টাকা’। বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে ও ফুটওভার ব্রিজে এমনিভাবে চিল্লায়ে খবরের কাগজ বিক্রি করতে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে। তার হাঁকডাকে কেউ পত্রিকা কিনছেন, আবার অনেকে এড়িয়ে চলে যাচ্ছেন।

কি অবাক হচ্ছেন? বিষয়টি অবাক করার মতো হলেও এটাই সত্য। তবে বাস্তব জীবনে এমন কোনো আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়েননি সাফা কবির, যে তাকে পত্রিকা বিক্রি করে পেট চালাতে হবে। বৃহস্পতিবার ঢাকার রাস্তায় যা দেখা গেছে, পুরোটাই একটি নাটকের শুটিং।

জানা গেছে, নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে সেটি পরিচালনা করছেন ইমন। এতে সাফার বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান। তাকে দেখা যাবে একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়।

নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই নাটকটির শুটিং শুরু হয়েছে। শুক্রবারও চলছে।

নাটকটি প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে বেড়ায়। বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনো কিছুর তোয়াক্কা করে না সে। এমনই এক হকারের চরিত্রে অভিনয় করছি।’

অভিনেত্রী বলেন, ‘এটা আমার অভিনয় জীবনের জন্য অন্যরকম অভিজ্ঞতা। কাজটি ভালো হচ্ছে। গল্পটি আলাদা। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’

নাটেকর গল্প প্রসঙ্গে নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘পত্রিকার পাতা খুললেই শুধু নেতিবাচক খবর চোখে পড়ে আমাদের। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষরাও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়! তারা দিনশেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে এই নাটকে।’

গল্পের একপর্যায়ে দেখা যাবে, ক্রাইম রিপোর্টার ইয়াশ রোহান ও পত্রিকার হকার সাফা কবিরের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথোপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য! ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। এগিয়ে যায় ‘খবরের ফেরিওয়ালা’র গল্প।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএম/এজে)