রুচির দুর্ভিক্ষ বিতর্কে যা বললেন জায়েদ খান

প্রকাশ | ৩১ মার্চ ২০২৩, ১৪:৪৭

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের করা ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্য নিয়ে দেশের গোটা বিনোদন জগৎ তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা-সমালোচনা। কেউ কেউ মামুনুর রশীদের মন্তব্যকে সমর্থন করছেন, কেউ কেউ করছেন সমালোচনা-নিন্দা। ছড়াচ্ছেন আক্রোশের উত্তাপ।

চলমান এ বিতর্ক নিয়ে সাবেক শিল্পী নেতা ও চিত্রনায়ক জায়েদ খান কী ভাবছেন? সেটি জানতেই অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল ঢাকা টাইমস। প্রতিবেদকের সঙ্গে আলাপে অবশ্য রুচির দুর্ভিক্ষকে রুচির অবক্ষয়ও আখ্যা দিলেন। বললেন, মানসিক দৈন্যতার কারণে আজ এই অবস্থা আমাদের।’

জায়েদ খান বলেন, ‘অরুচিপূর্ণ জিনিস, যেখানে রুচির বহিঃপ্রকাশ নেই, যে বিষয়গুলো খুবই আপত্তিকর, সেগুলোই মানুষ বেশি দেখছে, প্রচুর ভিউ হচ্ছে। আমাদের রুচির যে কতটা অবনতি হয়েছে, তা এটা থেকেই বোঝা যায়।’

বিরক্তির সুরে জায়েদ খান বলেন, ‘মানুষের কোনো কাজ নেই, চব্বিশ ঘণ্টা অনলাইনে পড়ে থাকা। ভালো খারাপের পার্থক্য ভুলে গিয়ে কে কী করল, কেউ একটা ভালো গাড়ির সামনে একটা ছবি দিল, ভালো একটা জায়গায় ছবি ফেসবুকে আপলোড করলে, ভালো কিছু করলে ফেসবুকে এসে নানাভাবে ছোট করা, হেয় করা।’

শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নিজে তো ভালো কিছু করতে পারবেই না, অন্যের ভালোও দেখতে পারি না। জাতি হিসেবে আমরা এতটাই নির্লজ্জ। অলস জাতি, নিজে ভালো কিছু করতে পারে না, তাই ঈর্ষাপরায়ণ হয়ে এগুলো করে বেড়ায়।’

প্রতিবেশী দেশের উদাহরণ টেনে জায়েদ খান বলেন, ‘পার্শ্ববর্তী দেশের দিকে তাকিয়ে দেখেন, সেখানে কারও এসব করার সময় নেই। ভালোকে তারা ভালো বলে, খারাপকে খারাপ। আর আমরা এটার বিচার করতে ভুলে যাচ্ছি।’

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএম/এজে)