কোনোমতে একশ পেরোলো টাইগাররা
প্রকাশ | ৩১ মার্চ ২০২৩, ১৫:২৭

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারল না টাইগাররা। শামীম পাটোয়ারির লড়াকু ব্যাটিংয়ে কোনোমতে একশ পেরোলো টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ১০২ রান।
৪০ রানে রনি ও শূন্য রানে হাসান ব্যাট করছেন।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। কিন্তু অধিনায়কের নেওয়া সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেনি দুই ওপেনার। এক পথের সারথি টপঅর্ডার ব্যাটারও। একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে আর ফিরে দাঁড়াতে পারেনি দল।
এদিকে ক্রিজে খুঁটি গেড়ে খেলতে থাকেন শামীম পাটোয়ারি। তার লড়াকু ব্যাটিংয়ে কোনোমতে একশর ঘর পার করেছে বাংলাদেশ। রনি তালুকদার ১৪, নাসুম আহমেদ ১৩ ও তাওহিদ হৃদয় ১২ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মার্ক আদায়ের। দুটি উইকেট নেন ম্যাথু হামপ্রেস। এছাড়া একটি করে উইকেটের দেখা পান চারজন বোলার।
(ঢাকাটাইমস/৩০মার্চ/এমএম)