মধ্যরাতে ব্রিজে গাড়ি আটকে ছিনতাই, ২ যাত্রীকে কুপিয়ে জখম
প্রকাশ | ০১ এপ্রিল ২০২৩, ১১:১৪ | আপডেট: ০১ এপ্রিল ২০২৩, ১১:২৬

বাগেরহাটের মোংলায় ব্রিজে মধ্যরাতে গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেয়ায় দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মালগাজী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মানিক ব্যাপারী (২৩) ও সউদ খাঁন (৩৬)। তারা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নেসর বাঁশতলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মেশিনের তেল ও অন্যান্য বাজার করার জন্য সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রাম থেকে মানিক ব্যাপারী ও সউদ খাঁন মোংলা বাজারে যাচ্ছিলেন। মালগাজী ক্লাবসংলগ্ন এলাকায় গেলে ব্রিজের ওপর একটি ভ্যানগাড়ি রেখে তাদের পথরোধ করে ২-৩ জন ছিনতাইকারী। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাদের মাথায় ইট দিয়ে আঘাত করে ও কুপিয়ে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোংলা থানার এসআই বাহারুল ইসলাম।
(ঢাকাটাইমস/০১এপ্রিল/এআর)