বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ১৫:৫৭

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ইউএস অ্যাম্বাসি ঢাকা নামের ফেরিফাইড ফেইসবুক পেজে এক পোষ্টের মাধ্যমে এই বার্তা জানানো হয়।

বার্তায় বলা হয়, আমরা (বাংলাদেশ) সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্য-সহ সেবার জন্য) গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান এবং নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের কোনও সদস্যকে তাদের কাজ করার জন্য হুমকি দেওয়া, হয়রানি করা, শারীরিকভাবে আক্রমণ করা বা গ্রেপ্তার করা উচিৎ নয়।

বেদান্ত প্যাটেল, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর উপ-প্রধান মুখপাত্র,

(ঢাকাটাইমস/০১এপ্রিল/কেআর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :