খিলগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ | ০১ এপ্রিল ২০২৩, ১৯:৩২
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক আসামি রাজন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে র্যাব-৩ রাজধানীর খিলগাঁও থানার খিদমাহ হাসপাতাল এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বিস্ফোরক মামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজন মিয়ার বরাত দিয়ে র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত রাজন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি, খুন, হত্যা, গুম, ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকতেন। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ২০০৬ সালে করিমগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা করে। পরবর্তীতে ২০১৪ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। পরে তিনি দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র্যাব।
গ্রেপ্তার রাজন মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ইসলাম পাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ওরফে গেন্দু মিয়ার ছেলে।
(ঢাকাটাইমস/০১এপ্রিল/এএ/এসএম)