ভেনিসে কিশোরগঞ্জবাসীর আয়োজনে ইফতার মাহফিল

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৩, ২১:৩২

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালির ভেনিসে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব, আব্দুল্লাহপুর, অষ্টগ্রাম, মিঠামইনসহ ১৩টি  থানার প্রবাসীদের নিয়ে ভেনিসে এই প্রথমবারের মতো রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় বায়তুল মা'মূর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে ভেনিসের প্রায় সহস্রাধিক রোজাদারদের সম্মানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরঞ্জের প্রবীণ কমিউনিটি নেতা রফিকুল বারি, আবদুল মান্নান, আবুল কাসেম, তোফাজ্জল খান তোষন, তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন- ফখরুল চৌধুরী, আমির হোসেন, সোহেল রহমান, নওয়াজ শরীফ, রাজিবুর হাসান, আবদুল আহাদ মিয়া।

ভেনিস আওয়ামী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ডালি, সদস্য সচিব মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা শামীম দেওয়ান, ভৈরব সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক সুহেল রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম, কুমিল্লা জেলা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শরীফ মৃধা, যুগ্ম আহ্বায়ক মোক্তার মুল্লা, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু, আফাই আলী, আপন স্বাধীন, আবু বক্কর, সুহেল মিয়া, তৌফিকুজ্জামান, ভেনিসের কর্মরত সাংবাদিকসহ ভেনিসের বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী কমিউনিটির নেতৃবৃন্দ ইফতার মাহফিলে শরিক হন।

ইফতারের আগে উপস্থিত রোজাদারদের সামনে বয়ান করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এলএ)