নতুন ‘বিশ্বব্যবস্থা’ নিয়ে কথা বলতে রাশিয়ায় এএনসি দলের কর্মকর্তারা

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৩, ১৪:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন এএনসি পার্টি জানিয়েছে, তারা রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দলের সঙ্গে ‘বৈশ্বিক শৃঙ্খলার পুনর্নির্মাণ’ নিয়ে আলোচনা করতে সিনিয়র কর্মকর্তাদের রাশিয়ায় পাঠিয়েছে। খবর এএফপির।

শনিবার দক্ষিণ আফ্রিকার দলটি বলেছে, ‘সফরটি রাশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টি এবং এএনসির দীর্ঘদিনের মিত্র ও বন্ধুর আমন্ত্রণে করা হয়েছে। নব্য-ঔপনিবেশিকতা এবং পূর্বে বিরাজমান ইউনিপোলার বিশ্বের পরিণতিগুলোকে বিপরীত করার জন্য বৈশ্বিক ব্যবস্থার পুনর্নির্মাণের বিষয়টি আলোচনায় থাকবে।’

মস্কো দীর্ঘদিন ধরেই আফ্রিকান দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। পুতিন শুক্রবার পশ্চিমা নিয়ন্ত্রণ কমাতে নতুন এক পররাষ্ট্র নীতিতে স্বাক্ষর করেছেন। এনএনসি’র আন্তর্জাতিক সম্পর্ক কমিশনের প্রধান ওবেদ বাপেলা দলটির নেতৃত্ব দিচ্ছেন। দলটি বৃহস্পতিবার মস্কো পৌঁছেছে। রবিবার পর্যন্ত তাদের থাকার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকা তার অংশের জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করতে অস্বীকার করেছে। দেশটি বলেছে, তারা নিরপেক্ষ থাকতে চায় এবং যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় আগ্রহী।

দক্ষিণ আফ্রিকা আগস্টে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে। এই ব্লকটি উদীয়মান অর্থনৈতিক হেভিওয়েট ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট।

ফেব্রুয়ারিতে, দক্ষিণ আফ্রিকা রাশিয়া এবং চীনের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছিল, যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানুয়ারিতে প্রিটোরিয়ায় সরকারী সফর করেছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। বর্ণবাদ বিরোধী লড়াইয়ে ক্রেমলিন এএনসিকে সমর্থনের পর থেকে উভয়ের এ সম্পর্ক তৈরি হয়।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এসএটি)