ইফতার করতে যাওয়ার সময়ে ইজিবাইকের ধাক্কায় একজন নিহত

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৩, ২২:২৯

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের কালকিনিতে ইফতার করার জন্য দ্রুত বাড়ির যাওয়ায় সময় ইজিবাইকের ধাক্কায় মো. নাঈম বেপারী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় শাহিত নামে আরেকজন আরোহী গুরুতর আহত হন। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাঈম বেপারী পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের কালু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতারের সময় ঘনিয়ে আসায় একটি মোটরসাইকেলযোগে নাঈম বেপারী ও শাহিত দ্রুত বেপরোয়া গতিতে চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু পথে একটি ইজিবাইকের সাথে সামনা-সামনি ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে পড়ে গিয়ে নাঈম ও শাহিত গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে নাঈম বেপারী ও শাহিতকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে নাঈমের মৃত্যু হয়। আর শাহিতের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কালকিনি হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান জানান, মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লেগে নাঈম মারা গেছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

কালকিনি থানার ওসি শামিম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ হাসপাতালে আছে।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এলএ)