বিশ্ব তায়কোয়ান্দো গ্র্যান্ড স্লামে ইরানের তিন পদক

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৩, ২৩:৩৯

ঢাকাটাইমস ডেস্ক

রবিবার উক্সি ২০২২ বিশ্ব তায়কোয়ান্দো গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নস সিরিজে তিন ইরানি ক্রীড়াবিদ পদক জিতেছে। পুরুষদের ৮০ কেজিতে তুরস্কের এমরে কুটালমিস আতেসলিকে হারিয়ে সোনা জিতেছেন ইরানের আরিয়ান সালিমি।

 

প্রথম রাউন্ডে ১২-১ ব্যবধানে জয় রেকর্ড করে ম্যাচটি খুব জোরালোভাবে শুরু করেন সালিমি। দ্বিতীয় রাউন্ডে আতেসলি আরও পয়েন্ট পেতে সক্ষম হন। অবশেষে সালিমি ১২-১০ পয়েন্টে জিতে সোনা জেতেন। অন্যদিকে, কোরিয়ার সাংহিউন কাং চীনের ঝাওকিয়াং সংকে ২-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

 

পুরুষদের অনুর্ধ্ব-৬৮ কেজিতে দুর্দান্ত লড়াই হয়। প্রথম রাউন্ডে ইরানের দানিয়াল বোজোর্গি মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন। দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের উলুগবেক রাশিতোভ ৭-৬ হারিয়ে জয় লাভ করে।

ফাইনাল রাউন্ডে দেখে মনে হচ্ছিল বোজোর্গি স্বর্ণ জিতবেন। কারণ তিনি ১০ সেকেন্ডের মধ্যে ৫-১ এগিয়ে ছিলেন। কিন্তু নাটকীয় ফাইনালে রশিতোভ চূড়ান্ত স্কোরে ৬-৬ পয়েন্টে জয়লাভ করে।

 

রেজা কালহোর ব্রোঞ্জ পদকের ম্যাচে কোরিয়ার জায়েগওয়ান কাংকে পরাজিত করে ইরানের পক্ষে আরেকটি পদক পেয়েছেন। সূত্র: তেহরান টাইমস।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/কেএম)