চেয়ারম্যানের নিরলস ভূমিকা: বিআরটিসির বকেয়া বেতন পরিশোধ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৩, ১৫:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন—বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তাজুল ইসলাম।

তিনি চেয়ারম্যান পদে যোগদানের পর থেকে অক্লান্ত পরিশ্রম, সততা, সাহসী ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিআরটিসিতে নানান উদ্যোগ নিয়েছেন।

চেয়ারম্যানের যোগদানের পূর্ববর্তী সময়ের ২ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকা বকেয়া বেতন-ভাতা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮টি ডিপো/ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়েছে।

গত ১৫ মার্চের সভায় ২০১৭ থেকে ২০২০ সালের বিআরটিসির বিভিন্ন ডিপো/ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের ২ কোটি ৩১ লক্ষ ৬৭ হাজার ৩৫৩ টাকা বকেয়া বেতন পরিশোধ করা হয়।

ওই ধারাবাহিকতা রেখে সোমবার (০৩ এপ্রিল) ৩৪৫ জনের জনের সিপি ফান্ড/ছুটি নগদায়ন/গ্র্যাচুইটি বাবদ সর্বমোট ৪ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩১ টাকা পরিশোধ করা হয়। বেতন পরিশোধের এ ধারা অব্যাহত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিসি।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/ডিএম)