সিংড়ায় ১০০ মণ ভেজাল গুড় ধ্বংস, দশ হাজার টাকা জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৩, ২০:৪৭

নাটোরের সিংড়ায় ১০০ মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় সিহাব হোসেন নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাহমুদা খাতুন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের রানীনগর গ্রামে একটি ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে এসব জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মাহমুদা খাতুন জানান, উপজেলার চামারী ইউনিয়নের রাণীনগর গ্রামে একটি বাড়িতে কারখানা খুলে অত্যন্ত নোংড়া পরিবেশে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে- এমন তথ্যে অভিযান চালিয়ে ১০০ মণ গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় গুড় ব্যবসায়ী সেলিম রেজা পালিয়ে গেলেও তার ম্যানেজার সিহাব হোসেনকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ গুড়ের মধ্যে রয়েছে ৬০ মণ পাটারী ভেজাল গুড়, ৩০ ড্রাম লালী (তরল) গুড়, ৩০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি ও ১৫ কেজি ডালডা।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :