তেল আবিবে ইসরায়েলি পুলিশের গুলিতে ইতালির পর্যটক নিহত

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৩, ০৯:২৩ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩, ১১:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির পুলিশের গুলিতে ইতালির এক পর্যটক নিহত হয়েছেন। খবর বিবিসির।

শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে তেল আবিবের চার্লস ক্লোর গার্ডেনে এ ঘটনা ঘটে। 

ইতালি ও ইসরায়েলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, নিহত ইতালির নাগরিকের নাম আলেসান্দ্রো পারিনি।  

একটি ভিডিও ফুটেজ সূত্রে বিবিসি জানায়, তেল আবিবে একটি গাড়ি হঠাৎ পথচারীদের আঘাত করে ফুটপাতের পাশে উল্টে যায়। তখন ইসরায়েলের পুলিশ গাড়িটির চালককে লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িচালক ৪৫ বছর বয়সী  আলেসান্দ্রো পারিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গাড়িটির আঘাতে সাতজন পথচারী আহত হন। 

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলি পুলিশের এ হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তাদের নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

অপরদিকে পর্যটক নিহতের ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সামরিক বাহিনীকে আরও তৎপর হতে নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, ইসরায়েলের দখলকরা পশ্চিম তীরে গতকাল শুক্রবার গুলিবিদ্ধ হয়ে দেশটির দুই নিহত হন। নিহতরা দুই বোন এবং তাদের মা গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী আন্দোলনের মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালু করা হয়। এরপই পশ্চিম তীরে বন্দুক হামলার ঘটনা ঘটে। এছাড়া ইসরায়েলের দাবি- গাজা থেকে ৩৪টি রকেট ছোঁড়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এসএম)