সম্রাটের ‘অবৈধ সম্পদের’ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৫ মে

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৩, ১১:৩০ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩, ১১:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল এ দিন ধার্য করেন।

এদিন এ মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির জন্য ধার্য ছিল। সম্রাট আদালতে উপস্থিত হন। এ সময় আসামিপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

২০১৯ সালের ১২ নভেম্বর ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করের দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় সম্রাট বর্তমানে জামিনে রয়েছেন।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এফএ)