ফরিদপুরের ৩টি স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৩, ১২:০৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩, ১২:২৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সহযোগিতায় ও গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে ফরিদপুরে তিনটি বিদ্যালয়ে আাইসিটি ল্যাব ও ১৮শ ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টায় ভাঙ্গার আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপকরণের মধ্যে ছিল ছাত্রছাত্রী ও শিক্ষকদের ব্যবহারের জন্য ৩০টি কম্পিউটার সেট, ৩টি প্রজেক্টর। একই সঙ্গে ৩টি বিদ্যালয়ের ১ হাজার ৮০০ জন ছাত্রছাত্রীদের মধ্যে ১০ হাজার ৮০০ পিস খাতা ও কলম, ১ হাজার ৮০০ পিস ছাতা এবং স্কুল ব্যাগ।

বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে এবং শিক্ষার্থীদের আইসিটি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (কেইসি) এর সহযোগিতায় শুড নেইবারস বাংলাদেশ এই কার্যক্রম বাস্তবায়ন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএনও আজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, গুড নেইবারস বাংলাদেশ-এর পক্ষে পার্টনারশিপ ডেভেলমেন্ট বিভাগের প্রধান আনন্দ কুমার দাস, এডমিন বিভাগের প্রধান যোষেফ ডায়েস, হেড অব ইস্টার্ন এরিয়া রিমো রনি হালদারসহ একাডেমিক সুপারভাউজার এবং তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর  এম মাঈনউদ্দিন মইনুল।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এআর)