রংপুরের ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি মুন্সীগঞ্জে গ্রেপ্তার
প্রকাশ | ১০ এপ্রিল ২০২৩, ১৯:২৮

রংপুরের পীরগাছা থানার ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি মো. হোসেন আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। রবিবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের একটি সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় একটি অভিযান চালায় র্যাব। অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি মো. হোসেন আলীকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত হোসেন আলীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগাছা থানায় চলতি বছরের ২০ মার্চ একটি ধর্ষণ এবং অপহরণ মামলা নথিভুক্ত হয়। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া য়েছে।
গ্রেপ্তারকৃত মো. হোসেন আলী রংপুর জেলার পীরগাছা থানার রামসিং গ্রামের মো. নুরুল হকের ছেলে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এএ/এলএ)