মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় নিহত অন্তত ৫৩

প্রকাশ | ১১ এপ্রিল ২০২৩, ১৪:২৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩, ১৭:২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ফাইল ছবি

মিয়ানমারে সামরিক শাসনের বিরোধীদের আয়োজিত একটি অনুষ্ঠানে সেনাবাহিনী হামলায় দেশের একটি কেন্দ্রীয় অঞ্চলে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার মিডিয়া আউটলেটগুলো এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) এবং ইরাবতি নিউজ পোর্টাল জানিয়েছে, হামলায় বেসামরিক নাগরিকসহ ৫০ জন লোক মারা গেছে।

রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর একজন মুখপাত্র মন্তব্যের জন্য ফোন করেও সাড়া পায়নি।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। তারা গণতন্ত্রপন্থী বিরোধীদের এবং বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক দমস পীড়ন চালানোর জন্য বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এসএটি)