চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৩, ১০:০৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩, ১১:৪৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রায়খালী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুদিন আগে ওই বাসটি নেত্রকোণা থেকে ওরশে যোগ দেয়ার জন্য চট্টগ্রামে এসেছিল। পরে ফেরার পথে দরবার শরীফ থেকে কিছুদূর যেতেই এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। এদের মধ্যে একজন নারী রয়েছেন। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের দাবি, বাসচালক নেশাগ্রস্ত ছিলেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।  হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। গাড়ি দুুটি জব্দ করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এআর)