পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৩, ১১:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলা বা নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যানসহ যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেসব জায়গায় পর্যাপ্ত চেকপোস্ট, টহল এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এম খুরশীদ হোসেন জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার জন্য র‌্যাবের সুইমিং থাকবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য র‌্যাব সার্বক্ষণিক প্রস্তুত আছে।

র‌্যাব ডিজি বলেন, ‘সারা দেশে নববর্ষের অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোল রুম, স্টাইকিং রিজার্ভ, পেট্রোল, চেকপোস্ট থাকবে। যেকোনো হামলা মোকাবেলায় কমান্ডো টিম প্রস্তুত আছে।’

র‌্যাব গোয়েন্দা তথ্য এবং সাইবার মনিটরিং করছে জানিয়ে এলিট ফোর্সটির ডিজি বলেন, ‘এসব তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে নববর্ষ ঘিরে কোনো ধরণের জঙ্গি হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা জঙ্গিদের যেকোনো ধরণে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত আছি।’

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসএস/ডিএম)