মানিকগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৩, ১৪:৩২ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩, ১৫:১৫

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নকল প্রসাধনী ও ভ্যাট ফাঁকি দেওয়া লাগেজ পণ্য বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে আয়েশা আবেদ কসমেটিকসকে ১৫ হাজার, ইভা ফ্যাশন অ্যান্ড কালেকশনকে ৫ হাজার ও সাজ কসমেটিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রুমেল জানান, ‘আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত অবৈধ ও নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

মানিকগঞ্জ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর ও ৩৬ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসএ)