নোয়াখালীতে শিয়ালকে গলাকেটে হত্যা, একজনের অর্থদণ্ড

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৩, ১৫:২৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩, ১৭:৩৯

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

 

নোয়াখালী জেলা শহর মাইজদীতে তাজুল ইসলাম নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি মাংস বিক্রির উদ্দেশ্যে একটি শিয়ালকে গলাকেটে হত্যা করেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম নামে একজন শিয়াল ধরে এনে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গলাকেটে হত্যা করছে গোপন সংবাদে ওই স্থানে অভিযান চালায় বন বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। তথ্যের সত্যতা পেয়ে তাজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী ও সুধারাম মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত তাজুল অর্থদণ্ডের টাকা পরিশোধ করে আগামীতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। একইসাথে মৃত শিয়ালটি জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)