মৌলভীবাজারে গ্যাস লাইনে আগুন

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৩, ১৬:০৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারে গ্যাসের সঞ্চালন লাইনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টায় মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ের পেছনে গীর্জা পাড়া আবাসিক এলাকায় রাস্তার পাশের ড্রেনে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টায় তারা খবর পায় গীর্জা পাড়া এলাকায় গ্যাসের সঞ্চালন লাইনে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে অন্তত ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে  আগুন আনে।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক বিতরণ কেন্দ্রের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন ঢাকা টাইমসকে জানান এখানে গ্যাস লাইনে সম্ভবত লিকেজ আছে। কেউ বিড়ি সিগারেট জানিয়ে হয়তো দিয়াশলাই এর কাঠি ফেলে দেওয়ায় আগুন ধরে গেছে। ফায়ার সার্ভাসের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। গ্যাস লাইন মেরামতের জন্য সিলেট গ্যাস অফিস থেকে লোক আসছে।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এআর)