বৃষ্টির সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৩, ১৭:২৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ১৭:৪০
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এছাড়া সারাদেশের শুষ্ক আবহাওয়া আরও কিছু দিন থাকতে পারে। এছাড়াও চলতি সপ্তাহে বৃষ্টির কোনও খবর দিতে পারছে না আবহাওয়া অফিস।
সংস্থাটির তথ্য মতে, ঈদের আগে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও বৃষ্টি হলেও তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম।
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির ঢাকাটাইমসকে বলেন, চলমান তাপপ্রবাহ কিছুটা কমতে আরও দুই তিন দিন লাগবে। তবে এই অবস্থাটা ঈদের আগ পর্যন্ত থাকবে।
তিনি বলেন, এখন যেহেতু কালবৈশাখীর মৌসুম সেহেতু দুএক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে তাপপ্রবাহের কোনও পরিবর্তন হবে না। ঈদের পরে বৃষ্টি হতে পারে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেআর/এসএম)