‘বাবা মানে নির্ভরতার প্রতীক, বাবা মানে বটবৃক্ষ’

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৩, ১১:৪৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বাবা থাকা মানে নিজের ওপর অতিরিক্ত পরিমাণ চাপ না থাকা, বাবা থাকা মানে জীবনে অনেক অনেক ঝামেলা ও সমস্যা থাকলেও নির্ভার থাকতে পারা, বাবা থাকা মানে চিন্তামুক্ত থাকতে পারা, বাবা থাকা মানে সাহসী থাকতে পারা। বাবা হলো নির্ভরতার প্রতীক। বাবা মানে বটবৃক্ষ, যার কারণে প্রখর রোদেও শীতল ছায়া পাওয়া যায়। বাবা মানে মাথার ওপর এক টুকরো ছাদ, যার কারণে আশ্রয় পাওয়া যায়।

ছোটকাল থেকে শুনে এসেছি সন্তান তার বাবাকে ঠিক কতটা ভালোবাসে সেটা কখনো তেমনভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু দুইটা সময়ে একটা সন্তান বুঝতে পারে, সে তার বাবাকে কতটা ভালোবাসে - ১. বাবা না থাকা অবস্থায় কোনো বিপদে পড়লে। ২. বাবার কোনো অসুখ হলে।

আমি আমার বাবাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু কখনো সেভাবে হয়তো প্রকাশ করতে পারিনি। কিন্তু গত কিছুদিন আগে যখন আমার বাবা অসুস্থ হলেন, তখন আমি উপলব্ধি করলাম আমি আমার বাবাকে ঠিক কতটা ভালোবাসি! বাবা ছাড়া আমার এই স্বাভাবিক জীবনযাপন, চিন্তামুক্ত জীবনযাপন যেন একদমই অসম্ভব। আমার জীবনজুড়ে বাবার অস্তিত্ব টের পেলাম ভীষণভাবে।

এই সময়কালের মধ্যে আমি মোট দুইটা ভালোবাসার সম্পর্কের টান অনুভব করলাম ভীষণভাবে। বাবার প্রতি আমার ভালোবাসার কথাটা উপরে বললাম। অন্যটা হলো আমার প্রতি ভক্তদের ভালোবাসা। সেটা নিয়ে কিছুটা বলি এবার।

আমার বাবা যখন প্রচন্ড অসুস্থ, প্রতিদিন অনেক ব্যাগ রক্ত প্রয়োজন হচ্ছিল তখন আমার কিছু ভক্ত এমনভাবে আমার পাশে থেকেছে আমি তাদের এই ঋণ হয়তো কখনো শোধ করতে পারবো না! তারা প্রতিনিয়ত খোঁজ নিয়েছে, রক্তদাতা জোগাড় করেছে, কেউ কেউ নিজেই রক্ত দিয়েছে! এই ভালোবাসার ব্যাখ্যা কিভাবে করা যায় আমার জানা নেই।

এরকমই একজন ভক্ত Maftahul Zannah যখন নিজে রক্ত দিয়েছে, তখন আমি তাকে ধন্যবাদ জানাতে গেলে সে প্রত্যুত্তরে যা বলে তা আমার হৃদয় ছুঁয়ে যায়। সে বলল, ‘ভাই ফ্যান হয়েছি কি শুধু সেলফি তুলতে? Some real fan makes a real superstar।’

আমি এই ভক্তগুলোর জন্য আসলেই কি এমন করতে পেরেছি আমি জানি না! আমি শুধুমাত্র আমার পেশা, আমার কাজ- ‘অভিনয়টা সবসময় ঠিকঠাকভাবে করে দর্শকদের ভালো কিছু মুহুর্ত উপহার দেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র এগুলোর প্রতিদানে আমার জন্য এত মানুষের এত ভালোবাসা আমাকে বাকরুদ্ধ করে দেয়।

আমি সবসময় যেমন আমার কাজের প্রতি সৎ ছিলাম ও আছি তেমনই এখনো মন থেকে বলছি, আমার কাজের প্রতি ভালোবাসাটা, দায়িত্বটা এভাবেই আপনারা আরো বাড়িয়ে দিয়েছেন। তাই আমি সবসময় চেষ্টা করব আরো ভালো ভালো কাজ সবাইকে উপহার দেওয়ার।

আপনাদের সকলের দোয়ায় এখন আমার বাবা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছেন, উনাকে বাসায় নিয়ে আসা হয়েছে। যারা যারা আমার বাবার অসুস্থতায় প্রয়োজনে রক্ত দিয়েছেন, এই সময়ে আমার পাশে থেকেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবাই আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমাকে আপনাদের এমনই ভালোবাসায় রাখবেন।

নাট্য অভিনেতা তৌসিফ মাহবুবের ফেসবুক থেকে নেওয়া

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এজে)