গাজীপুরে ১০৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৩, ১৬:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরের বাসন এলাকা থেকে ১০৯ কেজি গাঁজাসহ মো. ফয়সাল মামুন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। 

রবিবার র‍্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-১ এর একটি দল গাজীপুর বাসন থানার ভোগড়া বাইপাসের শাহিন চায়ের দোকানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপরে একটি অভিযান চালায়। অভিযানে মো. ফয়সাল মামুন নামের এক মাদক চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে ১০৯ কেজি গাঁজা, গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ আট হাজার ১৫ টাকা উদ্ধার করা হয়। 

আটক ফয়সালের বরাত দিয়ে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা কেনা-বেচা করে আসছে। তিনি বিভিন্ন সময় সুকৌশলে ব্যবসায়ীক মালামাল পরিবহনের নামে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে। তার বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি মামলা করা হয়েছে।  
আটক মো. ফয়সাল মামুন নোয়াখালী জেলার মো. সেলিমের ছেলে। 

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএ/এসএম)