গাঁজা-ইয়াবাসহ ৫ কারবারি আটক

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৩, ১৬:২২

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে দুটি পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৫০০ ইয়াবা জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার নিরিবিলি এলাকার আ. জলিলের ছেলে তুহিন সরদার (২৮), বরিশালের মুলাদী উপজেলার সন্তোষপুর এলাকার সিরাজ শিকদারের ছেলে মিরাজ হোসেন (৩০), আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত ছমির উদ্দিন মেয়ে নিপা (৪২), একই এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মোকসেদ আলী (৪৫) ও নেত্রকোনা জেলার বারহাটা থানার মোহনপুর এলাকার মৃত কাচু মিয়ার মেয়ে মিনা বেগম (৪৫)।

সোমবার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তুহিন সরদার (২৮) ও মিরাজ হোসেন (৩০) নামে দুজনকে আটক করেছে ডিবির এসআই আমিনুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে তল্লাশি ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে আশুলিয়ার ২নং কলমা এলাকা থেকে অপর অভিযানে নিপা (৪২), মিনা বেগম (৪৫) ও মোকসেদ আলী (৪৫) নামে তিন মাদক কারবারিকে আটক করেন ডিবির এসআই মো. আনোয়ার হোসেন। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আশুলিয়া ও ধামরাই থানায় পৃথক মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)