অনাত্মীয় শহর ছেড়ে

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৩, ১৩:৪৫

শফিক আলম মেহেদী

এ অনাত্মীয় শহর ছেড়ে আমি চলে যাবো

দ্রোহ-প্রেমে প্রবাদপ্রতিম ছেলেবেলার রূপকথা

বুড়িগঙ্গার কণ্ঠলগ্ন অপরূপ উদাস শহর।

 

কোকিল-তাড়ানিয়া কাঁকলাস শহরে এখন

প্রচণ্ড খরা, এক ফোঁটা সুপেয় জল নেই

মুনাফাপ্রবণ বণিকেরা খবরদারি করে দণ্ডমুণ্ডের

ব্যস্তসমস্ত রমণীরা হৃদয়ের দায় সারে নিখুঁত

হৃদয়হীনতায়

প্রাচীন মসলিন শহর পিতৃহত্যার অগৌরবে

শোকের মর্শিয়া শোনে।

এখন এ শহরে পরকীয়া ঘামের গন্ধে

সস্তায় সুরভি বিকোয় কীটদষ্ট গোলাপ

এখন এ শহরে অনালোক অন্ধকারে

অশালীন ভঙ্গিতে নাচে অমানবিক মধ্যযুগ

এখন এ শহরকে আমি আর

তিলোত্তমা বলি না।

এখন এ শহরকে আমি আর

স্বপ্নের শহর বলি না!