ভাতঘর

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৩, ১৩:২০

মুজিব ইরম

লুঙ্গি পরে শহরে এসেছি

ঘুরেছি কতো না কতো বিপণি বিতান...

 

আমি তো ভাতের লোক

লাল লাল ভাত

সাদা সাদা ভাতের বলক

ভাতগন্ধ

ভাতছন্দ

দিলে এসে লাগে...

 

তোমার শহরে আমি

খুলে রাখি ভাতঘর ভাতের দোকান...