নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৩, ১৫:৩৪
ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উগ্রবাদী মন্ত্রিসভা দেশটির বিচার বিভাগে যে সংস্কার আনার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। তারা অবিলম্বে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন।
শনিবার অনুষ্ঠিত বিক্ষোভগুলোর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় রাজধানী তেল আবিবে।
নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই ধারাবাহিক আন্দোলন চলে আসছে। এতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
তেল আবিবের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে অ-জনপ্রিয় ও দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনার প্রতি বিরোধিতা প্রদর্শন করা হয়েছে।
এদিকে রবিবার উপকূলীয় এ শহরে আরেকটি গণবিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এদিনই তেল আবিবে উত্তর আমেরিকার ইহুদি ফেডারেশনের সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তৃতা করার কথা রয়েছে। কাকতালীয়ভাবে বিক্ষোভ সমাবেশ ও নেতানিয়াহুর বক্তৃতা অনুষ্ঠানের দিনক্ষণ মিলে গেছে।
গত ডিসেম্বর মাসে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলের ক্ষমতায় ফিরেছেন এবং বিতর্কিত ও উগ্রবাদী মন্ত্রিসভা গঠন করেছেন। এ মন্ত্রিসভা বিচার বিভাগকে কুক্ষিগত করার জন্য সংস্কার পরিকল্পনা করেছে যাতে তারা নিজেরাই পছন্দমতো বিচারক নিয়োগ দিতে পারে।
এছাড়া, মন্ত্রিসভা ও সংসদ যদি বিতর্কিত কোনো আইন পাস করে তাহলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারবে না।
প্রচণ্ড বিক্ষোভের মুখে নেতানিয়াহু গত ২৭ মার্চ তথাকথিত সংস্কার পরিকল্পনা স্থগিত করেন। তারপরও সাপ্তাহিক বিক্ষোভ অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস)