তুষার শুভ্রতা

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৩, ১২:১৮

মমতাজ বেগম রেখা

বরফ মানুষের পৃথিবীতে নিরন্তর বসবাস- 

কবেই ভুলে গেছি যত্নের বৃক্ষে ক্রমাগত তুষারপাত হলে

কখনো ফুটবে না নান্দনিক ফুলের ভুবন।

বৃক্ষ আহা লাবণ্যের ঢল নেমে সবুজ পাহাড়ে-

মখমলি সবুজ উপত্যকায় ভাঙবে না স্বপ্ন জাগানিয়া

কোন মগ্ন কিশোরীর নৃত্যপরা স্বপ্নের ঘুম।

 

শুভ্র ফোটা ফুলের লাবণ্যে ঝরঝর

তুষারকণার গাঢ় ঘুম বুঝি ভাঙলো এবার...

 

যা কিছু ভুলের ভুবনে অসৌন্দর্যের গ্লানি

সযত্নের আচ্ছাদনে নির্মিত হচ্ছে কোথাও

শুভ্রতার লাবণ্যে পবিত্র ফুল হয়ে ফুটে উঠুক

সর্বত্র সবখানে নির্মিত হতে থাকুক বিশুদ্ধ-

স্নিগ্ধ ভালোবাসার অজেয় কাল।