ল্যাভরভের সভাপতিত্বে রাশিয়ার সমালোচনা করলেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৩, ২২:৩৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩, ২২:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ল্যাভরভের সভাপতিত্বে জাতিসংঘের বৈঠকে রাশিয়ার সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সভাপতিত্বে এক বৈঠকে তিনি বলেছেন, ইউক্রেনে মস্কোর আক্রমণ দেশ ও এর জনগণের জন্য ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসের কারণ এবং কোভিড -১৯ মহামারী দ্বারা সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থানচ্যুতি ঘটাচ্ছে। খবর রয়টার্সের।

জাতিসংঘ প্রধান বলেন, 'বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা একটি ঐতিহাসিক উচ্চতায় রয়েছে। ভুল দুঃসাহসিক বা ভুল হিসেবের মাধ্যমে সংঘাতের ঝুঁকিও রয়েছে।'

ল্যাভরভ বহুপাক্ষিকতা এবং প্রতিষ্ঠাতা জাতিসংঘের সনদের ওপর বৈঠকে সভাপতিত্ব করেছেন কারণ রাশিয়া এপ্রিল মাসের জন্য ১৫ সদস্যের সংস্থাটির মাসিক চক্রাকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে।

ল্যাভরভ কাউন্সিলকে বলেন, 'স্নায়ু যুদ্ধের সময় আমরা বিপজ্জনক, সম্ভবত আরও বিপজ্জনক, প্রান্তিক পর্যায়ে পৌঁছেছি। বহুপাক্ষিকতার প্রতি আস্থা হারিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।'

যেহেতু জাতিসংঘ একটি চুক্তি সংরক্ষণ করতে চায় যা ইউক্রেনের শস্য নিরাপদে কৃষ্ণ সাগর বন্দর দিয়ে রপ্তানির অনুমতি দিয়েছে এবং এর নেয়াদ মে মাসের ১৮ তারিখেই শেষ হতে পারে। গুতেরেস সেই চুক্তির অব্যাহত বাস্তবায়নের জন্য এবং একটি সম্পর্কিত চুক্তির জন্যও তাগিদ দিয়েছেন যেখানে জাতিসংঘ রাশিয়ার নিজস্ব সুবিধার্থে শস্য ও রপ্তানিতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। 

তিনি বলেন, 'তারা স্পষ্টভাবে প্রদর্শন করে যে এই ধরনের সহযোগিতা সবার জন্য বৃহত্তর নিরাপত্তা ও সমৃদ্ধি তৈরির জন্য অপরিহার্য।'

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বৈঠকে তার সঙ্গে পল হুইলানের বোন এলিজাবেথ হুইলানকে নিয়ে এসেছিলেন। তিনি ২০২০ সালে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত একজন আমেরিকান এবং ওয়াশিংটন তাকে অন্যায়ভাবে আটক হিসেবে মনোনীত করেছে।

সোমবারের বৈঠকের আগে থমাস-গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেন, 'যুক্তরাষ্ট্র পলের মুক্তির জন্য একটি প্রস্তাব দিয়েছে এবং আমরা রাশিয়াকে সেই প্রস্তাবে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।'

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এসএটি)