ওসিকে কনুই দিয়ে ধাক্কা দিলেন উপমন্ত্রীর দেহরক্ষী

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৩, ০৮:২৬

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে কনুইয়ের ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর দেহরক্ষী এএসআই সন্তু শীলের বিরুদ্ধে। এঘটনায় ওই পুলিশ সদস্যকে ক্লোজড করে চট্টগ্রামের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদসামগ্রী বিতরণ করতে নগরের পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় যান শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী। এ সময় ওসি জাহিদুল কবির তার পাশে ছিলেন। একপর্যায়ে পেছনে থেকে কনুই দিয়ে ওসিকে জোরে ধাক্কা দেন এএসআই সন্তু। ওসি বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এএসআই এবং ওসি তর্কে জড়ালে তাদের কক্ষের ভেতরে নিয়ে যান মহিবুল হাসান চৌধুরী।

এ ঘটনায় ওইদিনই ওসি জাহিদুল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া বিষয়টি মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানান।

জানতে চাইলে ওসি জাহিদুল বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

এএসআই সন্তু শীলের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, ‘তদন্তকাজ চলছে।’

উল্লেখ্য, এর আগেও সন্তু শীলের বিরুদ্ধে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ১৬ মে বাকলিয়া থানায় তার তাঁর বিরুদ্ধে জিডি করেছিলেন তৎকালীন ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। তার বিরুদ্ধে সোনার বার ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগও উঠেছিল।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এফএ)