নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৩, ০৯:০৭

নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘর-বাড়ি, বৈদ্যুতিক পুল, আম, লিচু বোরোধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার বিকালে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। এরপর শুরু হয় ঝড় ও শিলা বৃষ্টি। নাটোর সদর উপজেলার কাফুরিয়া ও তেবাড়িয়া ইউনিয়ন এবং বাগাতিপাড়া উপজেলা সদর ও ফাগুয়ারদিয়ার ইউনিয়নে বিভিন্ন এলাকায় দমকা ঝড়ো হাওয়া আর বজ্রপাতে ব্যাপক ক্ষতি হয়।
ঘণ্টাখানেক শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির কাঁচা-পাকা বোরো ধান। আর অধিকাংশ ভূট্রা জমিতে নুয়ে পড়েছে। পাশাপাশি ভেঙে পড়েছে গাছপালা ঘর-বাড়ি ও বৈদ্যুতিক পুল। ঝরে পড়েছে মাঝারি আকারের গুটি আম। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এআর)