মাটিরাঙ্গায় ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৩, ১৮:১২

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ পথে আসা বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে খেদাছড়া ৪০ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার গভীর রাতে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

জব্দ মালামালের রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার ১৭১টি শাড়ি এবং ৩২৪টি থ্রিপিস, যার বর্তমান সর্বমোট বাজার মূল্য ২৭ লাখ টাকা।

খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ সাংবাদিকদের জানান, বিজিবি কর্তৃক আটককৃত শাড়ি এবং থ্রিপিসগুলো অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে”সিল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)