মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসচাপায় শিশুর মৃত্যু
মাদারীপুরের শিবচর উপজেলার এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় ফারজানা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় রাস্তা পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফারজানা মাদবরেরচর এলাকার ফিরোজ মোল্লার মেয়ে। শিশুটি ওই এলাকার বয়াতিকান্দি তালিমুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে ভাঙ্গার উদ্দেশে যাচ্ছিল সে।
পুলিশ জানায়, বিকালে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মায়ের সাথে বাড়ি থেকে রওনা হয় শিশু ফারজানা। উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গেলে মায়ের হাত থেকে ছুটে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু হয়।
শিশুটির মা রুমা বেগম জানান, 'ছোট ছেলে রনি ও ফারজানাকে নিয়ে বাবার বাড়ি ভাঙ্গার উদ্দেশ্যে রওনা করি। সড়ক পার হওয়ার সময় বাম হাতে ছিল রনি ও ডান হাতে ছিল ফারজানা। সে মুহূর্তেই হাতে থেকে ছুটে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মেয়েটি।'
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা পাঁচ্চর হাসপাতালে ছুটে যাই। তবে ওখান থেকে শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যাওয়ার খবর আমরা পাইনি।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)