দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজকে হয়রানি করছে চীন: যুক্তরাষ্ট্র

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ফিলিপাইনের জাহাজগুলোকে ‘হয়রানি ও ভয়’ দেখানোর জন্য চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে একটি চীনা জাহাজ এবং একটি ফিলিপাইন কোস্ট গার্ড বোটের মধ্যে প্রায় সংঘর্ষ হতে যাওয়ার পর দক্ষিণ চীন সাগরে ‘উস্কানিমূলক’ পদক্ষেপ বন্ধ করার জন্য বেইজিংকে আহ্বান জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

ভূ-রাজনৈতিক উত্তেজনার এই সময়টিতে ফিলিপাইনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বেইজিংকে তার উস্কানিমূলক ও অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

ফিলিপাইন শুক্রবার চীনের উপকূলরক্ষীকে তাদের উপকূল থেকে ১০৫ নটিক্যাল মাইল (১৯৫ কিলোমিটার) দূরে অবস্থিত সেকেন্ড থমাস শোলের কাছে ফিলিপাইন কোস্ট গার্ড টহল চলাকালীন পূর্ববর্তী সংঘর্ষের জন্য ‘আক্রমনাত্মক কৌশল’ অবলম্বন করার অভিযোগ করেছে।

সেকেন্ড থমাস শোল হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের মরিচা ধরা মার্কিন সামরিক কন্টিনজেন্ট যা ফিলিপাইনে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখার জন্য ১৯৯৯ সালে স্থাপন করা হয়েছে। ফেব্রুয়ারিতে ফিলিপাইন বলেছিল একটি চীনা জাহাজ তাদের সাপ্লাই জাহাজে ‘মিলিটারি মানের লেজার’ নির্দেশ করেছিল।

চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের ওপর একটি ‘নাইন-ড্যাশ লাইন’ দিয়ে সার্বভৌমত্ব দাবি করে যা তার মানচিত্রের মূল ভূখণ্ড থেকে ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি প্রসারিত এবং ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিভক্ত। ২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিসী রায় সেই লাইনটিকে কোনো আইনি ভিত্তি নেই বলে খারিজ করে দিয়েছে।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিপাইনের জাহাজগুলো চীনা জলসীমায় অনুপ্রবেশ করেছে এবং ইচ্ছাকৃত উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ওয়াশিংটন ‘নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক আদেশ সমুন্নত রাখতে আমাদের ফিলিপাইনের মিত্রদের পাশে দাঁড়িয়েছে।’

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এসএটি)