হাটে নতুন ধান উঠলেও দাম কমেনি চালের

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৩, ১২:০৩

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে হাট-বাজারগুলোতে নতুন ধান উঠলেও দাম কমেনি চালের। প্রতিবছর নতুন ধান ওঠার সাথে সাথে চালের দাম কমলেও ধান শস্যভান্ডার খ্যাত তাড়াশে নতুন ধান ওঠার পরও বাজারে বেড়েছে চালের দামের।

চাল ব্যবসায়ীদের দাবি, বাজারে ধানের দাম বেশি থাকার কারণে ধানের দামের সাথে সামঞ্জস্য রেখে চালের দাম বাড়ানো হয়েছে। তবে চালের মূল্য সহনশীল বলে দাবি করেন তারা।

তাড়াশ পৌর বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৫০কেজির মিনিকেট চালের বস্তা ২৬শ’ টাকা থেকে বেড়ে ২৮ শ’ টাকা, স্বর্ণা চাল প্রতি বস্তা ২৫শ’ টাকা থেকে বেড়ে ২৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভোক্তারা। বিশেষ করে নিম্ন আয়ের খেঁটেখাওয়া মানুষ চাল কিনতে হিমশিম খাচ্ছেন।

তাড়াশ পৌর এলাকার ধান ব্যবসায়ী তোজাম উদ্দিন জানান, বর্তমানে নতুন ব্রি-৯০ ধান প্রতিমণ ১৫শ টাকা, ব্রি-২৮ ধান ১২শ টাকা, কাটারিভোগ ধান ১২শ থেকে ১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভ্যানচালক আব্দুল আউয়াল হোসেন জানান, ‘দিনে যা উপার্জন করি, তা চাল কিনতে শেষ হয়ে যায়। ব্রি-২৯ জাতের ৫০কেজির এক বস্তা চালের দাম ২৬শ’ টাকা। চাল কিনতে টাকা শেষ হয়ে যায় লবণ, তেল, তরকারি কেনার টাকা থাকে না। আবার তরকারির দামও বেশি।’

তারা জানায়, এই অবস্থা চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে আমাদের হিমশিম খেতে হবে। শুধু খেঁটেখাওয়া দিন মজুরই নয় শ্রমজীবী, চাকরিজীবী ও ব্যবসায়ী যারা সারাবছর যাদের চাল কিনতে হয় তাদের অবস্থাও একই।

তাড়াশ উপজেলার মিল মালিক মহসীন আলী জানান, বাজারে নতুন ধান উঠছে, সপ্তাহখানেকের মধ্যে চালের দাম কমবে। বাজারে আগে বাড়তি দামের চাল রয়েছে ব্যবসায়ীদের কাছে। তাই তারা বেশি দামে চাল বিক্রি করছেন।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)