ক্যাসিনোকাণ্ড: দুর্নীতিবাজদের কাছে ছেলে-মেয়ে বিয়ে নয়: আদালতের পর্যবেক্ষণ

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৩, ১৩:৪১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১৫:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

‘দুর্নীতিবাজদের কাছে ছেলে-মেয়ে বিয়ে নয়। সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেবেন না, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’

রবিবার ক্যাসিনোকাণ্ড মামলার আসামি সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার সময় রায়ের পর্যবেক্ষণে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম এসব কথা বলেন। কারাদণ্ডের পাশাপাশি এ মামলায় সেলিম প্রধানকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তারের পর আলোচনায় আসেন সেলিম প্রধান। তার বিরুদ্ধে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগও আছে।

ওই দিন রাতে সেলিম প্রধানের গুলশানের অফিস ও বাসায় অভিযান চালিয়ে তিন সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মাসুমকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে মাদকসহ আরও তিনটি মামলা দায়ের করা হয়। ঢাকার বিভিন্ন আদালতে মামলাগুলোর বিচারকাজ চলছে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিআর/আরআর)